ফেনীতে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন -জেলা প্রশাসক
- Updated Sep 18 2023
- / 126 Read
স্টাফ রিপোর্টার:
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেছেন, মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগকে গুরুত্ব দিতে হবে। আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানি খুবই গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সরকারের নির্দেশনায় প্রতিটি উপজেলায় গভীর নলকূপ বসানোর জন্য প্রকল্প বাস্তবায়ন চলমান রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এসব নলকূপ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পানির বিশুদ্ধতা নিশ্চিত করছে।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আওতায় যেসব ঠিকাদারদার আছে, তাদের দ্বারা মানুষ যেনো ভোগান্তিতে না পড়ে, সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন তিনি।
বিশেষ করে স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্সেনিক মুক্ত গভীর নলকূপের টিউবওয়েল থাকা বাধ্যতামূলক।
গতকাল রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
এসময় তিনি বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। জেলা জুড়ে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ, র্যালি ও ওষুধ ছিটানো হচ্ছে। কিন্তু জন সচেতনতা আরো বাড়াতে হবে। বাড়ি ঘর অফিস ও খাল বিল পরিষ্কার রাখার জন্য আহ্বান জানান তিনি। বিশেষ করে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে।
সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ফেনী জেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে পর ‘বঙ্গবন্ধু ভবন’ নাম রাখার প্রস্তাব করছি। এতে জেলা প্রশাসক বলেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি জানানো হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোমেনা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন, জেলা পরিষদের নির্বাহী প্রধান আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সোনাগাজী উপজেলার পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী সদর হাসপাতালের তত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার'র সাবেক সভাপতি আবদুল মোতালেব, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো; গোলাম নবীসহ সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত